ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাজ সচেতনতা অগ্নি নির্বাপনের মহরা ও প্রশিক্ষণ প্রদান করা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শামসুদ্দিন, পিএন নং ২০০১৬২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঈশ্বরগঞ্জে কর্মরত আছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর)২০২৩ তারিখে আলাপ চারিতার একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানান তাঁর এবং সহকর্মীদের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনবহুল স্থানে বাস্তবে অগ্নি নির্বাপনের মহরা প্রদর্শন প্রশিক্ষণ প্রদান করা।
প্রশিক্ষণকালে বিভিন্ন ধরনের আগুন বিভিন্ন প্রক্রিয়ায় অগ্নি নির্বাপন করার শিক্ষা দেওয়া হয়, এজন্যে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপন) সিলিন্ডার প্রয়োজন পড়ে বিধায় প্রতিষ্ঠানের সিলিন্ডার যদি থাকে সেটা দিয়েই জনগণকে শিখানো হয়।
প্রতিষ্ঠানের সিলিন্ডার মেয়াদ উর্ত্তীর্ণ হলে তাহা পূনভর্তি বা রিফিল করিয়া সঠিক রাখার পরামর্শ বা উপদেশ দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান বা মালিক পক্ষ তাদেরকে রিফিল করিতে বলিলে তা কোথায় করা সেই সন্ধান দেখাইয়া দেয়া হয় কিন্তু কর্মরত সাব অফিসার বা চাকুরীরত থাকা কোন ব্যক্তি রিফিল করার কাজ করে না, রিফিল করার জন্য আলাদা প্রতিষ্ঠান রহিয়াছে এমনটাই জানালেন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কাজ হচ্ছে সচেতনতা সৃষ্টি করা সিলিন্ডার মেয়াদ উর্ত্তীর্ণ হলে রিফিল করার পরামর্শ দেওয়া অগ্নি নির্বাপণের প্রশিক্ষণমূলক কাজ করা।
তিনি বলেন, ইতিপূর্বে কতিপয় ব্যক্তি ফায়ার সার্ভিস এর কর্মকান্ডের তথ্য বিভ্রাট করে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কল্পকাহিনী লিখে সম্মান ক্ষুন্ন করার কাজটি করিয়া থাকতে পারে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্র পত্রিকায় এরুপ বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হলে জনগণ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন