বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার আহবান নবাগত রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান
বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার আহবান নবাগত রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান
ড. মোঃ আশরাফুর রহমান, নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ জামালপুর জেলা আকস্মিক পরিদর্শন করেন। তিনি বিকাল ৩.০০ ঘটিকায় মাদারগঞ্জ থানায় পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এরপর তিনি থানার অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি তার বক্তব্যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ প্রদান করেন। এরপর মাদারগঞ্জ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথেও তিনি মতবিনিময় করেন। নতুন বাংলাদেশের অভ্যুদয়ে তাদের অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তার অনুপ্রেরণামূলক বক্তব্য ও সময়োপযোগী দিকনির্দেশনার জন্য পুলিশ ও জনতার মধ্যে দূরত্ব ঘুচবে এবং সর্বস্তরের জনগণ পুলিশের প্রতি আস্থা ফিরে পাবে।
এরপর তিনি বিকাল ৪:৩০ ঘটিকায় জামালপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। জামালপুর জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল থানা ও ফাঁড়ির ইনচার্জগন এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবাগত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বলেন, বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে জামালপুরবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
নবাগত রেঞ্জ ডিআইজির অনুপ্রেরণামূলক বক্তব্যে জামালপুর জেলার সর্বস্তরের অফিসার ফোর্স উদ্বুদ্ধ হন এবং নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবাগত রেঞ্জ ডিআইজির এই সফরে জেলা পুলিশের সর্বস্তরের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মত বিনিময়ের ফলে জামালপুর জেলার সাধারণ জনগণের মাঝে স্বস্তির ভাব বিরাজ করছে।
আপনার মতামত লিখুন