কোতোয়ালী পুলিশের অভিযানে বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধের আসামী গ্রেফতার-১৬
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন কালীন পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সংগীয় ফোর্সের সহায়তায় বয়ড়া এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন দূর্জয়, পুলিশ পরিদর্শক মারফত আলী সংগীয় ফোর্সের সহায়তায় ত্রিশাল থানা এলাকা থেকে অপহরন মামলার আসামী মোঃ হারুনুর রশিদ, মোঃ রহিম মিয়া, ইদ্রিছ আলী, এসআই অসীম কুমার দাস ফোর্সের সহায়তায় বলাশপুর এলাকা থেকে ভরন পোষণ মামলার আসামী মোঃ কাঞ্চন, এসআই কামরুল হাসান সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া স্টেশন এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শুভ, অলি হৃদয়কে গ্রেফতার করে। এসআই রফিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নতুন বাজার এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রতন মিয়া জুয়েল, মোঃ সাগর মিয়া,এসআই রুবেল মিয়া ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বাঘমারা এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ সাজ্জাদ ওরফে এন্ট্রি সাজ্জাদ, এসআই নিরুপম নাগ অভিযান পরিচালনা করে চরপাড়া কপিক্ষেত এলাকা থেকে মাদক মামলার আসামী আসমা আক্তারকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এসআই আজগর আলী নাটক ঘরলেন থেকে মাদক মামলার আসামী ফারুক ও পটল মিয়া, এসআই সাজ্জাদ হোসেন সজীব ভাটি কাশর এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সোহেলকে গ্রেফতার করে। এছাড়া এসআই ফারুক আহম্মেদ এবং এএসআই মাহমুদুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন