খুঁজুন
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১

নিউজ এইট

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ এইট

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৫:৩০ পিএম
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ  এইট

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের থেকে নাম আহ্বান করেছে

সময় ৭৫ অনলাইন রিপোর্টঃ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১০:০৭ পিএম
নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের থেকে নাম আহ্বান করেছে

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের থেকে নাম আহ্বান করেছে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫ টার মধ্যে অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করা যাবে।

রোববার (০৩ নভেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিবৃত করা যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।

এতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর তারিখ বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশের জন্য অনধিক ৫ (পাঁচ) জনের নাম প্রস্তাব করতে পারবেন। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে gfp_sec@cabinet.gov.bd পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

এদিন বিকেলে সুপ্রিম কোর্টে প্রথম বৈঠক করে সার্চ কমিটি। বৈঠকের আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, দক্ষ, নির্ভীক ও নিরপেক্ষদের সিইসি ও ইসি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি তাদের প্রস্তাবিত নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনী কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন তদারকির জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. মোবাশ্বের মোমেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক মো. আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জীনাতুন নেসা তাহমিদা বেগম।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিছুর রহমান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গঠিত এই কমিশনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি বহুল বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর তৃতীয় দিনের কার্যক্রম

সময় ৭৫ অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর তৃতীয় দিনের কার্যক্রম
“সেবার ব্রতে চাকরি’ জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে  বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম।  ০৩ নভেম্বর, ২০২৪খ্রি. ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ জেলার প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট সমূহ (পুশ আপ, সিট আপ, ড্র‍্যাগিং,রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সভাপতি ও ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৪ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম।
তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),  সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্),  মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট),  মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ,  খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জনাব জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গন উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩:১৬ পিএম
ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম

জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম। ১নভেম্বর ২০২৪ ময়মনসিংহ রেঞ্জাধীন ৪ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সভাপতি ও ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৫ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম। তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের থেকে নাম আহ্বান করেছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর তৃতীয় দিনের কার্যক্রম ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ গ্রপ্তার-৩; বিদেশী অস্ত্র গুলি উদ্ধার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ময়মনসিংহে নানা কর্মসূচীতে অংশগ্রহণ মসিকের সাবেক প্যানেল চেয়ারম্যান কাউন্সিলর আসিফ হোসেন ডন গ্রেপ্তার ময়মনসিংহ বিভাগীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন জরায়ুমুখ ক্যান্সার রোধে উদ্বোধন অনুষ্ঠান   মাতারবাড়িতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাদাঁ দাবি শীর্ষক সংবাদের প্রতিবাদ বিএমইউজে বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক আফজল পতেঙ্গায় আ’লীগ নেতা মধু আলমগীর গ্রেপ্তার হলেও মূল সহযোগী গাভী ইলিয়াস অধরা গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব গ্রেপ্তার সাংবাদিকদের জন্য অনিরাপদ বাংলাদেশ? রাষ্ট্রপতি শহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে মাওনাতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল পাঁচ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ফেসবুক সুপারস্টার মনোনেশ দাস ফ্যাসিবাদী সরকারের আমলে রাজধানীর পৈত্রিক সম্পদ ও ঘর ছাড়া সাবেক কাউন্সিলর মোতাহার হোসেন জাহাঙ্গীর ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ৫কেজি গাজাসহ মাদক সম্রাট লালন শেখ গ্রেপ্তার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি’তে লে-আউট নকসা ও প্লান অমান্য করে বহুতল ১০তলা ফাতিহা ভবন নির্মাণ করায় অপসারণের নির্দেশ জাতীয় প্রেসক্লাব থেকে ধাওয়া খেয়ে পালালেন ফেনীর মিনার চৌধুরী সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে -আইজিপি ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় আ’লীগ নেতা কর্মীদের দফায় দফায় বৈঠক; সংঘাতের আশঙ্কা ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা ভিডিও জার্নালিস্ট দেলোয়ার আহত; আটক-১ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ভারতীয় পাহাড়ী ঢলে ঘরবাড়ী সহ ফসলের  ব্যপক ক্ষতি অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে- ডিএমপি কমিশনার ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-১