খুঁজুন
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক, ১৪৩১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি খোরশেদ সম্পাদক হাবিব নির্বাচিত

সময় ৭৫ অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৯:১৮ পিএম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি খোরশেদ সম্পাদক হাবিব নির্বাচিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) নওগাঁ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি মোঃ খোরশেদ আলম, জাতীয় দৈনিক লাখো কণ্ঠ জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোহনা টিভি নির্বাচিত হয়েছেন।

শনিবার ২৯ জুন ২০২৪ তারিখে সকাল ১১ টা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত. ১১টি উপজেলার সাংবাদিক প্রতিনিধি নিয়ে নওগাঁ স্হানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ খোরশেদ আলমকে পুনরায় সভাপতি এবং মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড,ম,মতিউর রহমান, আন্তজাতিক রাবিন্দ্র বিশ্বভারতী গভেশনা প্রতিষ্টানের নির্বাহী পরিচলক। আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ১১ উপজেলার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ সভাপতি গোলাম রসুল বাবু, সহ সভাপতি মোঃ আক্কাস আলী, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ আজিজ, সাঃসম্পাদক আবু তালেব, বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলে মওলা সাঃসম্পাদক মোঃহাফিজার রহমান, মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ মজিদ সম্রাট সাংগঠনিক সম্পাদক মোঃসজিবর রহমান সজিব, ধামুইর উপজেলা শাখার সভাপতি মোঃআঃমালেক, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মতিউর রহমান বলেন সাংবাদিক জাতীর বিবেক,আপনাদের লিখনীর মাধ্যমে জাতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সারা বিশ্বের মানুষ দেখতে ও জানতে পারে। আপনারা যখন সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন অতি দ্রুত তা সরকার সমাধানের চেষ্টা করে। নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম সকল উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের কাছে ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত করায় জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পরিবারের পক্ষে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা স্বীকার করেন।

ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩:১৬ পিএম
ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম

জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম। ১নভেম্বর ২০২৪ ময়মনসিংহ রেঞ্জাধীন ৪ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সভাপতি ও ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৫ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম। তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে

সময় ৭৫ অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:৩৫ এএম
দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে

দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে

সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করে মামলা প্রত্যাহারের আহবান জানানো
হয়েছে।

এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএমইউজে।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।

এছাড়াও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি ও আক্রোশ মূলক মামলার ঘটনায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ঘটনার তদন্তের পূর্বে গ্রেপ্তার হয়রানি বন্ধ করাসহ সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন।

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ গ্রপ্তার-৩; বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

সময় ৭৫ অনলাইন রিপোর্টঃ
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:১৫ পিএম
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ গ্রপ্তার-৩; বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

পুলিশ সুপার ময়মনসিংহ আজিজুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকস দল অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ২৭ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, তাদের সহযোগী মনির সিকদারদের গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে।

উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ গ্রপ্তার-৩; বিদেশী অস্ত্র গুলি উদ্ধার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ময়মনসিংহে নানা কর্মসূচীতে অংশগ্রহণ মসিকের সাবেক প্যানেল চেয়ারম্যান কাউন্সিলর আসিফ হোসেন ডন গ্রেপ্তার ময়মনসিংহ বিভাগীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন জরায়ুমুখ ক্যান্সার রোধে উদ্বোধন অনুষ্ঠান   মাতারবাড়িতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাদাঁ দাবি শীর্ষক সংবাদের প্রতিবাদ বিএমইউজে বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক আফজল পতেঙ্গায় আ’লীগ নেতা মধু আলমগীর গ্রেপ্তার হলেও মূল সহযোগী গাভী ইলিয়াস অধরা গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব গ্রেপ্তার সাংবাদিকদের জন্য অনিরাপদ বাংলাদেশ? রাষ্ট্রপতি শহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে মাওনাতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল পাঁচ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ফেসবুক সুপারস্টার মনোনেশ দাস ফ্যাসিবাদী সরকারের আমলে রাজধানীর পৈত্রিক সম্পদ ও ঘর ছাড়া সাবেক কাউন্সিলর মোতাহার হোসেন জাহাঙ্গীর ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ৫কেজি গাজাসহ মাদক সম্রাট লালন শেখ গ্রেপ্তার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি’তে লে-আউট নকসা ও প্লান অমান্য করে বহুতল ১০তলা ফাতিহা ভবন নির্মাণ করায় অপসারণের নির্দেশ জাতীয় প্রেসক্লাব থেকে ধাওয়া খেয়ে পালালেন ফেনীর মিনার চৌধুরী সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে -আইজিপি ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় আ’লীগ নেতা কর্মীদের দফায় দফায় বৈঠক; সংঘাতের আশঙ্কা ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা ভিডিও জার্নালিস্ট দেলোয়ার আহত; আটক-১ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ভারতীয় পাহাড়ী ঢলে ঘরবাড়ী সহ ফসলের  ব্যপক ক্ষতি অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে- ডিএমপি কমিশনার ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-১ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতার ১৯ তম বর্ষপূর্তি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পর্যটন শিল্প বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – আইজিপি