জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার (২৫ মে ২০২৫ খ্রি.) তারিখ ‘অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, ময়মনসিংহ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ময়মনসিংহ-৫, মোঃ নজরুল ইসলাম; সংসদ সদস্য, ময়মনসিংহ-৬, মোঃ আব্দুল মালেক সরকার; সংসদ সদস্য, ময়মনসিংহ-৭, জনাব এ বি এম আনিসুজ্জামান; সংসদ সদস্য, ময়মনসিংহ-৮, মাহমুদুল হাসান সুমন; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম।
আপনার মতামত লিখুন