কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-১৪
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শামছুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ইব্রাহিম খলিল শাওন, মোঃ শুভকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই নিজামুল হক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী সেলিনা আক্তার, এসআই মাহমুদুল হাসান, ৩নং পুলিশ ফাড়ি, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মাসুম, এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী লিটন চন্দ্র বর্মনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মতিউর রহমান, ওসমান গনি, ত্রিদীপ কুমার বীর, এএসআই মাসুম রানা, সোহরাব হোসেন, হুমায়ুন কবির-২, সুকান্ত দেবনাথ, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৯ পলাতক আসামী গ্রেফতার করেন। পরোয়ানায়ভুক্ত আসামীরা হলো,
আসামী বুলু, মোঃ সাইফুল, কাশেম (মুরগী ব্যবসায়ী), সামাদুল ইসলাম, হালিম মিয়া, মোঃ শফিক, গোলাপ হোসেন ও হুমায়ুন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন