ময়মনসিংহ রেঞ্জের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম
জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম। ১নভেম্বর ২০২৪ ময়মনসিংহ রেঞ্জাধীন ৪ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সভাপতি ও ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৫ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম। তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে
দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে
সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করে মামলা প্রত্যাহারের আহবান জানানো
হয়েছে।
এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএমইউজে।
বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।
এছাড়াও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি ও আক্রোশ মূলক মামলার ঘটনায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ঘটনার তদন্তের পূর্বে গ্রেপ্তার হয়রানি বন্ধ করাসহ সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন।
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ গ্রপ্তার-৩; বিদেশী অস্ত্র গুলি উদ্ধার
পুলিশ সুপার ময়মনসিংহ আজিজুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকস দল অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ২৭ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, তাদের সহযোগী মনির সিকদারদের গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে।
উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন