ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় যে সকল কর্মকর্তা পুরস্কার পেলেন
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ ২২ এপ্রিল ২০২৪ (সোমবার) সকাল ৯:৩০ ঘটিকায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় মেধা তালিকা ও কর্ম দক্ষতায় যে সকল কর্মকর্তা পুরস্কার পেয়েছেন।
কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে এপ্রিল/২০২৪ মাসে ০২ জন নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং ০৭ জন নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় সম্মানিত পুলিশ সুপার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং ২০২৪ সালের মার্চ ও এপ্রিল মাসে পিআরএল গমনকারী ৭ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরবর্তীতে মার্চ/২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-
১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার – আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ ।২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। ৩. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কোতোয়ালি থানা, ময়মনসিংহ।
৪. শ্রেষ্ঠ এসআই (প্রথম) – এসআই (নিঃ)/মোঃ নুর আলম, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ । ৫. শ্রেষ্ঠ এসআই (দ্বিতীয়)- এসআই (নিঃ)/মোঃ আল আমিন আরিফ, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ ।৬. শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিঃ)/ সুকান্ত দেবনাথ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ। ৭. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার – এএসআই (নিঃ)/ পাইলট ভৌমিক, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। ৮. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- সার্জেন্ট/ এস. এম. শওকত হোসেন, সদর ট্রাফিক, ময়মনসিংহ। ৯. আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার মোহাম্মদ আব্দুল মজিদ, ওসি নান্দাইল থানা সহ তার টিম। ১০. মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন – মোঃ ফারুক হোসেন, ওসি ডিবি সহ তার টিম।
১১. মানবতাবিরোধী অপরাধীর পরোয়ানা তামিল – মোঃ মাহবুবুর রহমান, ওসি ফুলপুর থানা, ময়মনসিংহ। ১২. ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার-এসআই (নিঃ)/ আব্দুল করিম, ত্রিশাল থানা সহ তার টিম। ১৩. মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার – এসআই/ মোঃ নজরুল ইসলাম, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। ১৪. আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার – এসআই/ আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানা সহ তার টিম। ১৫. অস্ত্র ও গুলি উদ্ধার – এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম, রায়েরবাজার তদন্ত কেন্দ্র, ঈশ্বরগঞ্জ থানা। ১৬. মাদকদ্রব্য উদ্ধার – এসআই (নিঃ)/মোঃ রুবেল খান, হালুয়াঘাট থানা।১৭. মাদকদ্রব্য উদ্ধার – এসআই/ শেখ গোলাম মোস্তফা রুবেল, ডিবি, ময়মনসিংহ। ১৮. মাদকদ্রব্য উদ্ধার – এসআই/ মোঃ সোহরাব আলী, ডিবি, ময়মনসিংহ। ১৯. মাদকদ্রব্য উদ্ধার – এসআই/ মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, ডিবি, ময়মনসিংহ। ২০. ঈদুল ফিতর উপলক্ষ্যে সুচারুভাবে ডিউটি পালন -মাহফুজা মৌলুদা, পুলিশ পরিদর্শক, কন্ট্রোল রুম সহ তার টিম। ২১. দায়িত্ব, কর্তব্য সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য – এএসআই/ মতিউর রহমান, অপরাধ শাখা সহ তার টিম।
কল্যাণ সভার শেষ পর্যায়ে পুলিশ সুপার নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনার পাশাপাশি ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
কল্যাণ সভার পরবর্তী পর্যায়ে পুলিশ সুপারসহ সকল কর্মকর্তাবৃন্দ মাসিক অপরাধ সভায় যোগ দান করেন। পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সার্কেল অফিসারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম নিয়ে বিশদ এবং ফলপ্রসূ আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন