উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে ময়মনসিংহে তৃতীয় লিঙ্গ, যৌনকর্মী ও বেদে জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ
উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ব্যবস্থাপনায় তৃতীয় লিঙ্গ, যৌনকর্মী ও বেদে জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১০ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে কোতোয়ালী মডেল থানার ব্যবস্থাপনায় দের শতাধিক তৃতীয় লিঙ্গ, যৌনকর্মী ও বেদে জনগোষ্ঠীর মাঝে শাড়ি, চিনি, সেমাই, তৈল, গরম মশলা, পোলাও চাউল, দুধ ইত্যাদি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, এর উপস্থিতিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, ডিবি অফিসার ইনচার্জ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন, ১নং পুলিশ ফাড়ীর ইনচার্জ শহিদুল ইসলাম সহ অফিসার ফোর্স ঈদ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য যে, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম, পিপিএম, পেশাগত দায়িত্বের বাইরেও সামাজের পিছিয়ে পড়া বেদে, হিজড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন।
বিশেষ করে সাভার বেদে পল্লীর বাসিন্দাদের জীবন বদলে দেওয়া, হিজড়া সমাজকে আলোর পথে আনাসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি আলাদা করে পরিচিতি লাভ করেন।
এর আগে তিনি সাভারে বেদে পল্লীর সমাজ ব্যবস্থা উন্নয়নে কাজ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেন।
অন্যদিকে হিজড়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তাদের সাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছেন হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন।
আপনার মতামত লিখুন