খুঁজুন
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন, ১৪৩১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার ইফতার অনুষ্ঠিত

সময় ৭৫ ডেস্ক রিপোর্টঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯:৩২ পিএম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ১৫ রমজান জেলা শহরের বিডিআর গেটস্থ নর্থবেঙ্গল গেস্ট হাউসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা ও লাল দর্পণ নিউজ এর সম্পাদক ড. মোঃ আশরাফুজ্জামান মন্ডল (সবুজ) এর সভপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব জহুরুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহআলম মান্নু, সিনিয়র সাংবাদিক মোফাখারুল ইসলাম মজনু, পৌর জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আতিকুর রহমান প্রিন্স, জেলা জাতীয় শ্রমিক লীগে সদস্য সাজাহান কবির সাজু সহ বিভিন্ন মিডিয়ায় কর্ম রত সাংবাদিক ও সুধীজন।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রুবেল।

সার্বিক সহায়তায় ছিলেন প্রেসক্লাব লালমনিরহাট এর সদস্য মোঃ মিজানুর রহমান মিজান।

ইফতার মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোঃ রবিউল ইসলাম নিঝুম।

অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার

চট্টগ্রাম প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ এএম
অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার

চট্রগ্রামে অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার। 

চট্টগ্রাম নগরীর হালিশহরে বি ব্লকে মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় কাজী নুরুল হক পরিবার নিশংস হামলার শিকার হয়েছে। এ ঘটনায় তিনি হালিশহর থানায় মামলা দায়ের করেন।

হালিশহর বি ব্লক ২ নং রোডের বাসিন্দা কাজী নুরুল হক জানান, বি ব্লকের চিহ্নিত মাদক সম্রাজ্ঞী জরিনা এবং তাঁর ছেলে রুবেলের সহযোগীরা কাজী নুরুল হকের বাসার পাশে অবৈধ ভাবে বস্তি তুলে সেখানে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমি তাদের যায়গা ছেড়ে দিতে বললে তারা কর্ণপাত করেনি গত ৩,১০,২৪ ইং তারিখে আমি পুনরায় তাদের জায়গা ছাড়তে বললে জরিনা ও তার ছেলে রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি, রামদা, লাঠিশোটা নিয়ে আমাকে ও আমার পরিবার এর উপর নিসংস হামলা করে এবং বাসায় ঢুকে লুটপাট চালায়। এতে আমার ভগ্নিপতি, বড় ভাইসহ পরিবারের লোকজন আহত হয়।
কাজী নুরুল বলেন এই জরিনা বিগত দিনে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সাথে জরিত হয়ে দীর্ঘদিন ধরে বি ব্লকে খালপাড়ে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে বসতবাড়ি গড়ে তোলে এবং ওই বসতবাড়িতে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চালাতো। জরিনা ও তার ছেলে রুবেল এর ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পারতো না।

এই অসামাজিক কার্যকলাপের কারণে জরিনা ও তার পরিবারে ৩ সদস্যকে ২০১৬ সালে হালিশহর থানায় অশ্লীল ছবি ভিডিও করে প্রতারণা’র মামলায় আটক করা হয়।

কাজী নুরুল হক আরো বলেন থানায় মামলা করবার পর আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠেছে তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে, মামলায় এজাহারভূক্ত আসামি সোহাগ, খোরশেদ, সোনিয়া তাদের ভাড়াটিয়া। তারা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত।

হালিশহর থানার ওসি (তদন্ত) মুজাহিদ মামলার বিষয়টি স্বীকার করে বলেন, কাজী নুরুল হক ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

পরিবর্তিত পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে- ডিএমপি কমিশনার

সময় ৭৫ অনলাইন রিপোর্টঃ
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম
পরিবর্তিত পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে- ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার হয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। আর এটি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তিনি বলেন, পুলিশের দায়িত্ব ও কর্তব্য কী এবং আমরা কীভাবে কাজ করবো সে বিষয়ে উপস্থিত সকলের অভিজ্ঞতা রয়েছে।

কমিশনার বলেন, থানার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজে অপরাধ যাতে না হয় তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা; অপরাধের সঠিক কারণ নির্ণয়; অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত ও অনুসন্ধান করা।

মামলা নিষ্পত্তি ও মূলতবি ওয়ারেন্ট তামিলের উপর গুরুত্বারূপ করে ডিএমপি কমিশনার বলেন, মামলা নিষ্পত্তিতে অযথা বিলম্ব না করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্স সংগ্রহের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে না গেলে ইন্টেলিজেন্স পাওয়া যাবে না। তথ্য পাওয়ার জন্য নাগরিকদের কাছে যেতে হবে ও তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, থানা এলাকার অপরাধের ধরণ বিশ্লেষণপূর্বক অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধ পর্যালোচনা সভায় প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত অফিসার ইনচার্জদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় থানার অবদান খুবই গুরুত্বপূর্ণ। যে থানা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সফল হবে সে থানার উপর জনসাধারণের ততবেশি আস্থা তৈরি হবে।

তিনি আরও বলেন, প্রত্যেককে যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সকলকে পরিবর্তনের অংশীদার হতে হবে।

পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে জন্য এখন থেকেই সবাইকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। সিনিয়র অফিসারগণ পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং কমিটির লোকজনের সাথে কথা বলবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিক পুলিশিংয়ের জন্য আমাদের কাজে গতি বাড়াতে হবে। অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের অধিনে আমরা কাজ করছি। সরকারের নির্দেশ মেনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। ডিএমপি কমিশনারের নেতৃত্বে মহানগরবাসীর আস্থা অর্জনে সবাইকে আন্তরিকতার দায়িত্ব পালন করতে হবে।

আজকের অপরাধ পর্যালোচনা সভায় বিগত আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন বিভাগের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

সময় ৭৫ রিপোর্টঃ
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম
ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরে পূজা উদযাপন কমটির নেতাদের সাথে আসন্ন র্দুগাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্নি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্নি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান,সেনা বাহীনীর জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বলা হয়, যে কোন মূল্যে পূজা উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। পূজায় যাতে কোন ধরনের সহিংসতা বা বেআইনি কাজ না হয় সে ব্যবস্থাও করা হচ্ছে।

সভায় বিভিন্নি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। জানানো হয় ময়মনসিংহ মহানগরে ৮১ টি ও সদর উপজেলায় এ বছর ৩৯টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। সভায় র্সবসম্মতিক্রমে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।

অবৈধ দখলদারের মাদক ও অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় হামলার শিকার নুরুল হকের পরিবার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে- ডিএমপি কমিশনার ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-১ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতার ১৯ তম বর্ষপূর্তি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পর্যটন শিল্প বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – আইজিপি শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় এমসিকিউ) পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে  বিপুর লুটেরা সহযোগী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি গাউছ মহিউদ্দিন কিভাবে বহাল পিজিসিবিতে! ভৈরব থানার ওসি চেয়ার ছেড়ে দিয়ে কাকে বসিয়ে চাটুকারিতা করছেন! গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে -তথ্য উপদেষ্টা ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল ‘জাল’ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন ভাঙ্গচুর ও অস্ত্র লুটের অভিযোগ উঠে নূর মোহাম্মদ এর উপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য বিতরণ বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার আহবান নবাগত রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের যোগদান ময়মনসিংহে ভয়ংকর খলনায়ক আ’লীগ নেতা আব্দুল মজিদ।। তদন্তের দাবী শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালের নতুন সংবাদ’এর প্রতিষ্ঠা বার্ষকী পালিত গণমাধ্যম কর্মীদের “প্রেসম্যান ফর প্রেসক্লাব” দাবি বাস্তবায়নে ময়মনসিংহ প্রেসক্লাবের সুবিধাভোগীরা অন্তরায় শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার বিষয়টি জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ শহরে ভিপি সম্পত্তির উপর গৌরহরি টাওয়ার বহুতল ভবন!  কুমিল্লার এমপি বাহারের সহযোগী আলোচিত ওসি ফিরোজ হোসেন বদলি মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিককদের মানববন্ধন ময়মনসিংহে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ থাকলেও নাটকীয় মানববন্ধন আমি কে এবং কিছু কথা: নুরুজ্জামান রানা’র -খোলা চিঠি ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিকতা শ্রীপুরে পতাকাবাহী মোটরসাইকেল শোডাউন ও পথসভা