ময়মনসিংহে ৪৫টি ফেইসবুক আইডি খোলে পুলিশ পরিচয়ে প্রতারনা ডিবির অভিযানে গ্রেপ্তার
একাধিক সিমের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পোষাক পরিহিত ছবি ব্যবহার ও পরিচয় প্রদান করে ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা করায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২/০৩/২০২৪ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অফিসে এলআইসি কক্ষে অবস্থানকালে সাইবার মনিটরিং সেলের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের সময় দেখতে পান যে, মীর রেজাউল আলম, অতিরিক্ত আইজিপি, প্রিন্সিপাল, পুলিশ একাডেমি সারদা, রাজশাহী এবং জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মহোদ্বয়ের পুলিশ ইউনিফরম পরিহিত ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি ক্রিয়েট করে তাদের পরিচয় দিয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারে মানুষের সাথে চেটিং করে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে।
বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অফিসার ইনচার্জ ফারুক হোসেন জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে অবহিত করলে, পুলিশ সুপার,ময়মনসিংহ তাৎক্ষনিকভাবে গুরত্ব সহকারে আইডিগুলো পর্যালোচনা করে উক্ত চক্রের সদস্যকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার, ময়মনসিংহের নির্দেশ এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তিকে সনাক্ত করে অভিযান পরিচালনা করে ইং ২৩/০৩/২০২৪ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মধ্যপাড়া এলাকা হতে আসামী ১। মোঃ আঃ ছামাদ (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, সাং-মধ্য বালিপাড়া, থানা-ত্রিশাল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আঃ ছামাদ (২০) এর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা নিরীক্ষাকালে এনড্রয়েড মোবাইল ফোনে MD Rezaul Alom (রেজাউল করিম) ও মোঃ বাতেন শেখ (মামুন) নামের ০২(দুই) টি ফেইসবুক আইডিসহ আরো ৪৫(পয়তাল্লিশ) টি বিভিন্ন নামের ফেইসবুক আইডি পাওয়া যায়।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উক্ত আসামী উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেইসবুক আইডি খুলে সাধারণ মানুষের নিকট থেকে চাকুরী দেওয়া প্রলোভনসহ অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের মাধ্যমে অর্থ আত্মসাত করাই তার উদ্দেশ্যে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
আপনার মতামত লিখুন