ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের বদলী পরীক্ষার্থী প্রতারক ডিবির হাতে গ্রেফতার
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে বদলী পরীক্ষা দিতে এসে এক প্রতারক গ্রেফতার হয়েছে। তার নাম এনামুল হক। সে কুড়িগ্রাম জেলার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার তাকে গ্রেফতার করে। ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ কনস্টেবল পদে ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে টাকার বিনিময়ে বদলী পরীক্ষা দিচ্ছে। এমন খবরে প্রতারকচক্রকে গ্রেফতারে ডিবি পুলিশ মাঠে নামে।
তিনি আরো বলেন, ডিবির এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বেগম রোকেয়া বিল্ডিং এ ৪১৪ নাম্বার কক্ষে পরীক্ষার হলের সামনে থেকে ১৬ মার্চ ২০২৪ সকালে মূল প্রবেশপত্রসহ প্রতারকচক্র মোঃ এনামুল হক (৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-ভানু বেগম,সাং-উত্তর ধলডাঙ্গা, ইউনিয়ন-শিলখুড়ি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম (৩০), পিতা-মোঃ মেছের আলী, মাতা-শাহানারা, সাং-দক্ষিন ধলডাঙ্গা, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এর সাথে গত ০৯/০৩/২০২৪ তারিখে ফার্মগেট ঢাকায় দেখা হয় এবং সেখানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী-২০২৪ এর (মুল পরীক্ষার্থী) পরীক্ষার্থী পলাতক আসামী হাবিবুর রহমান (১৯), পিতা-মোঃ কিসমত আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-সাখুয়া মাঝেরচর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এর পরিবর্তে ২০,০০০/-(বিশ হাজার) টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী ২০২৪ এর লিখিত পরীক্ষা অংশ গ্রহন করে পরীক্ষা সম্পন্ন করিয়া দিবে। গ্রেফতারকৃত আসামী মোঃ এনামুল হক পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম এর কথামতে রাজি হয়ে গত ১৫ মার্চ যে কোন সময় বিকাশ নাম্বারে প্রথমে ১০,০০০ টাকা পাঠায় এবং বাকী ১০,০০০/-(দশ হাজার) টাকা পরীক্ষা সম্পন্ন করিলে দিবে বলে ধৃত আসামীকে জানায় মর্মে স্বীকার করে।
ঘটনায় জড়িত প্রতারকচক্রের পলাতক আসামীদ্বয়কে আটক করার জন্য জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন