ভালুকা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার চোর চক্রের গ্রেফতার-২
ময়মনসিংহের ভালুকায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
গতকাল ২১ জানুয়ারি রোববার দুপুরে ভালুকা থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন জানান, ভালুকা উপজেলাধীন বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে গত ১০ জানুয়ারি দোকানদার দুপুরের খাবার খেতে গেলে অজ্ঞাতনামা চোরেরা দোকানে শাটার ফাক করে দোকানে প্রবেশ করে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়া যায়।
ওই ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা নং-৫, তারিখ- ১১/০১/২০২৪ ইং, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০, রুজু করেন। ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম বার এর তত্ত্বাবধানে এস.আই মো. কাজল হোসেন, এসআই মাহবুব অর রশিদ, এএসআই সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে ঘটনার সাথে জড়িত আসামী ওই এলাকার ফর্দাবাদ গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. দুলাল মিয়া (৩২) কে গ্রেফতার করে।
আটক দুলালের দেওয়া তথ্য অনুযায়ী নারায়নগঞ্জ ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা বাকুলিয়া উপজেলার মাষ্টারপুল বউবাজার এলাকার শিশু মিয়ার পুত্র মো. আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩) কে গ্রেফতার করেন পুলিশ। আসামীদের বাড়ি হতে চোরাই যাওয়া স্বর্নের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কণ্ঠ পিকের ভাঙ্গা অংশ সহ ৩ ভরি ১ রতি ১ পয়েন্ট উদ্ধার করেন। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন