মুক্তাগাছায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা: নেপথ্যে চাঁদাবাজির বিরোধ আহত-১
মুক্তাগাছায় জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বের পট পরিবর্তনে ক্ষমতারদ্বম্ভক্তিতে একই দলের নেতা কর্মীদের আয়ের উৎস চিহ্নিত করে বিভিন্ন খাতে ভাগবাটোয়ারা যে যার অবস্থানকে সুসংহত করতে শুরু হয়েছে পেশী শক্তির লড়াই। নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ও মেয়র সমর্থিত নেতা কর্মীদের মধ্যে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত নেতৃত্বের প্রতিযোগিতায় যে কোনো সময় ঘটে যেতে পারে সহিংস ঘটনা এমনটাই মনে করছেন সচেতন মহল।
মঙ্গলবার ১৬ জানুয়ারী ২০২৪ তারিখে বেলা ০১:১০ঘটিকায় মুক্তাগাছায় অটো-সিএনজি’র চাঁদাবাজির দখল বেদখলের বিরোধকে কেন্দ্র করে এন এন পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে দুপক্ষের মাঝে ঘটে অপ্রীতিকর ঘটনা। ইতিপূর্বে মেয়র সমর্থক হিসেবে পরিচিত মোঃ রাশেদুল ইসলাম জিতু তার ৭ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী নুজহাত (১২)কে নেওয়ার জন্য আসিলে প্রতিপক্ষের একই এলাকার তারাটি সাকিনের বিটুল, আকরাম, জায়দুল ইসলাম জাহিদ, অজিম, সাদিবদের একটি গ্রুপ জিতুর মেয়ে নুজহাতকে অপহরণের চেষ্টাকালে মেয়েটির বাবা জিতু বাধা দিলে দখল আধিপত্য ফিরে পেতে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে পূর্ব প্রস্তুতি নেওয়া মেয়র বিরোধী অংশের বিটুলগং চাইনিজ কুড়াল, রড দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে জিতুর মাথায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এসময় বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যপারে এ প্রতিবেদক সরেজমিনে ছাত্রী অপহরণের চেষ্টার ঘটনার নেপথ্য রহস্য অনুসন্ধানে বর্নিত অটো-সিএনজির স্ট্যান্ডগুলোর চাঁদার টাকার দখল দারিত্বের জন্যই ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য ছাত্রী অপহরণের চেষ্টা ও হামলার ঘটনা ঘটছে বলে ভুক্তভোগী জখমী ও একাধিক সচেতন মহল এর সত্যতা নিশ্চিত করেন।
এব্যপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবনির্বাচিত আওয়ামী লীগের সতন্ত্র সাংসদ মুক্তাগাছা এলাকায় দিনব্যাপী গণমানুষের সাক্ষাৎ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে ব্যাস্থ থাকায় এবং প্রধান সমন্নয়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ তিনিও উপচে পড়া মানুষের উচ্ছ্বসিত বিজয়ের কর্মী সমর্থকদের নিয়ে একই কারনে ব্যাস্থ থাকায় একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় ঘটনায় জড়িতরা কে কার লোক এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ঘটনার বিষয়ে মুক্তাগাছা পৌর সভার মেয়র ও বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে নিয়োজিত আলহাজ্ব বিল্লাল হোসেন সরকারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকা আছি, ঘটনা শুনেছি, ছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় ছাত্রীর পিতা জিতু গুরুতর আহত হয় এবং ঘটনা সামাল দিতে গিয়ে দুই-একজন শিক্ষক লাঞ্ছিত হয়। এঘটনার তিনি তিব্র নিন্দা ও শাস্তি দাবী করেন।
আপনার মতামত লিখুন