মাসিক ক্রাইম কনফারেন্স ডিসেম্বর/২০২৩ পুরস্কার
ময়মনসিংহে পর্নোগ্রাফি ও চাকরি দেওয়ার প্রতারণা মামলার সফলতায় সম্মাননা পুরস্কৃত হলেন ডিবি’র ওসি
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায় ও তদারকিতে গত মাসের আলোচিত দুটি মামলার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দ্রুত সময়ে আইনি কার্যক্রম সম্পন্ন করে মামলা নিষ্পত্তি করার অবদান রেখেছেন ডিবির ওসিসহ সঙ্গীয় ৫জন অফিসারের টিম, মঙ্গলবার ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে প্রত্যেকেই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সূত্রে জানা যায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ডিসেম্বর ২০২৩ মাসে অভিযান পরচিালনা করে অনলাইনে পর্নোগ্রাফি সম্পর্কিত ঘটনায় জড়িত ১২ জন আসামী গ্রেফতার ও পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
এছাড়াও পুলিশ কনস্টেবল পদে চাকুরীর নিয়ে দেয়ার নাম করে নিজেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী পরিচয়ে প্রতারণা মূলক বিশ্বাস ভঙ্গ করিয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে ৪৭,৯০,০০০/- (সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ০২ জন প্রতারক গ্রেফতার করা হয় ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়।
চাঞ্চল্যকর এ দুটি ঘটনার তদন্ত ও অনুসন্ধান টিমে দায়িত্ব পালন করা ময়মনসিংহ জেলা গোয়েন্দো শাখা (ডিবি)’র অফিসার ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই মিনহাজ, এসআই(নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই পরিমল চন্দ্র, এসআই (নিঃ) রূপন কুমার সরকার, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনকে মাসিক ক্রাইম কনফারেন্স ডিসেম্বর/২০২৩ মাসে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন