ময়মনসিংহে ডিবি’র মামলার রহস্য উদঘাটনসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল উদ্ধারের সফলতা!
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে গত জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত ৫ মাসে ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল উদ্ধারের সফলতা দেখিয়েছেন।
জেলা পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞার দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন তত্বাবধানে ডিবির অফিসার ফোর্স অক্লান্ত পরিশ্রম করে চাঞ্চল্যকর কোতোয়ালীর রাকিব হত্যা ও মুক্তাগাছার আসাদ হত্যা সহ ০৬ টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (১৪জন), ০১টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (০৩জন), ০৬ টি চুরি মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার (১১জন), ০১টি প্রতারণা মামলা উদঘাটন ও আসামী গ্রেফতার (০১জন), ০৩টি অপহরন মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার (০৫জন), ০১টি পর্নোগ্রাফি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (১২জন), পুলিশ কনস্টেবল পদে চাকুরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া গ্রেফতার (০১জন), মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভূক্ত আসামী ০১জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ মাসে বিভিন্ন অপরাধে উদ্ধারকৃত মালামাল সংখ্যা, মূল্য অনুসারে নিম্নে বর্ণিতঃ
০১ হেরোইন ২৭৮ গ্রাম ২৭,৮০,০০০/-
০২ ইয়াবা ৮৩২৫ পিস ৪১,৬২,৫০০/-
০৩ গাঁজা ৫৩ কেজি ৬৫০ গ্রাম ১০,৭৩,০০০/-
০৪ ফেনসিডিল ২৩বোতল ২৬,০০০/-
০৫ বিদেশী মদ ৭৮ বোতল ২,২২,০০০/-
০৬ দেশী মদ ১৫০ লিটার ৪৫,০০০/-
০৭ ইনজেকশন ১৮৫ টি ৮৮,৫০০/-
০৮ শাড়ী ও লেহেঙ্গা ৯০০ পিস ও ৩০০ পিস ৩৪,১০,০০০/-
০৯ চিনি ২০০ বস্তা ১০,৯৫,০০০/-
১০ কম্বল ১০০ টি ২,০০,০০০/-
১১ চা পাতার গুড়া ১০০০ কেজি ৩,০০,০০০/-
১২ স্বর্ণের চেইন ০৪টি ৮০,০০০/-
১৩ মোবাইল ০৫টি ১,০০,০০০/-
১৪ মোটর সাইকলে ০৫টি ৬,২০,০০০/-
১৫ অটোরিক্সা ০৪টি ৪,০০,০০০/-
১৬ সিএনজি ০১টি ৪,০০,০০০/-
১৭ পিকআপ ০৩টি ৭,১০,০০০/-
১৮ ট্রাকা ০২টি ২৭,০০,০০০/-
১৯ ভেকু গাড়ী ০১টি ২৬,০০,০০০/-
২০ প্রাইভেটকার ০১টি ২৫,০০,০০০/-
২১ নগদ ৪,৭৫,৪৫০/- ৪,৭৫,৪৫০/-
২২ অন্যান্য ০১টি ওয়াকিটকি ০১টি হ্যান্ডকাফ
০২টি ডিবির কটি, ০৩টি মটর, ০৫টি কাটআউট
১টি সিপিইউ ৪টি ল্যাপটপ, ০১টি লোহার কাটার
০১টি চাপাতি, ০২টি রাম দা
সর্ব মোট মূল্য = ২,৩৯,৮৭,৪৫০/-টাকার মালামাল উদ্ধার করা হয়।
এছাড়াও নিয়মিত মামলার আসামী ২২৭ জন
ননএফআইআর প্রসিকিউশন ১৬১ জন
মোট আসামী ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার জনিত ১১৬ টি মামলা দায়ের করা হয়।
ননএফআইআর প্রসিকিউশন ৪৯ টি
গত ছয় মাসে ১৬৩ টি মামলা নিষ্পত্তি করা হয় বলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন