১৫০ ময়মনসিংহ-৫ মুক্তাগাছা
গণমানুষের ভালোবাসায় সিক্ত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ ময়মনসিংহ ৫ মুক্তাগাছায় গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের মালা দিয়ে প্রার্থীকে বরন করেন মুক্তাগাছা উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা। প্রার্থীকে সাথে নিয়ে মোটরসাইকেল, প্রাইভেট ও মাইক্রোবাসের বহর নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শোডাউন করে লাঙ্গল প্রতীকে ভোট ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা করেন।
পরে মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে নেতা কর্মীদের নিয়ে আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তির সভাপতিত্বে ও জাপা নেতা আব্দুল মান্নানের সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জি এম কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নিজে প্রত্যাহার করে আমাকে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুজুগ করে দিয়েছে, এটা আমাদের অনেক বড় পাওয়া।
জাতীয় পার্টির নেতা কর্মীদের নির্বাচন পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যেমন মনোনীত প্রার্থীকে প্রত্যাহার করে আমাদের জাতীয় পার্টিকে মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল্যায়ন করে, সন্মান দিয়ে নির্বাচনে তাদের সাথে পরামর্শ করে, সকলে ঐক্যবদ্ধ হয় নির্বাচন পরিচালনা করে বিজয় অর্জন করতে হবে। এসনে আরও যারা প্রতিদ্বন্দ্বীতা করবেন তাদেরকে দুর্বল ভাবার কোন সুজুগ নেই।
যৌথ সভায় মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমেদ খান সুলতান, কাউন্সিলর আবুল কালামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন