নান্দাইল-৯ আসনে ঋণ খেলাপির মনোনয়ন বহাল থাকা নিয়ে তোলপাড়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম ঋণ খেলাপি হওয়া সত্তেও তার মনোনয়নপত্র বহাল রাখার ঘটনা ঘটেছে।
জনতা ব্যাংকের কর্পেোরেট শাখা থেকে ২৮ কোটি ১০ লাখ টাকা ঋণ খেলাপি সংক্রান্ত চিঠি পাঠানো হলেও ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তা অজ্ঞাত কারণে আমলে নেননি।
জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শেখ আবদুর রহমান স্বাক্ষরে ঋণ খেলাপি সংক্রান্ত সুনির্দ্দিষ্ট চিঠি গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন, ঢাকাস্থ কর্পোরেট শাখা থেকে খেলাপি ঋণ গ্রহিতা ‘ডাইনামিক টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড‘ এর পরিচালক আব্দুস সালাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।
গ্রাহকের নামে বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডিপার্টমেন্ট হতে গত ৩০/১১/২০২৩ তারিখে সংগৃহিত প্রতিবেদনে দেখা যায়, গ্রাহক প্রতিষ্ঠানটি বিএলডব্লিউ মানে শ্রেণীকৃত এবং এর ডিফল্ট স্ট্যাটাস ইয়েস। অত্র শাখায় প্রতিষ্ঠানটির নামে ২৮ কোটি ১০ লাখ টাকা অবলোপনকৃত দায় আছে এবং অর্থঋণ আদালতে খেলাপি ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলমান আছে।
এমতাবস্থায় ঋণ গ্রহিতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানান ওই ব্যাংক কর্মকর্তা।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ৩০ নভেম্বর ২০২৩ইং তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের Credit Information Bureau (সিআইবি) রিপোর্ট অনুযায়ি আব্দুস সালাম একজন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই। কিন্তু ঋণ খেলাপি সংক্রান্ত চিঠি প্রদান সত্তেও ময়মনসিংহ-৯ আসনের প্রার্থী আব্দুস সালাম এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
প্রার্থীতা বৈধ ঘোষণা করার তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, দু‘দিন ধরে যাচাই বাছাইকালে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকায় ময়মনসিংহ-৯ আসনের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের নজরে আনা হলে তারা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ অভিযোগ উত্থাপন করলে বিষয়টি পূণর্বিবেচনা করা হতে পারে। ব্যাংকের সুনির্দ্দিষ্ট ঋণ খেলাপির চিঠি কেন আমলে নেয়া হচ্ছে না তা নিয়ে রীতিমত ধূম্রজাল সৃষ্টি হয়েছে, চলছে আলোচনা সমালোচনা।
এ ব্যাপারে বারবার চেষ্টা করেও ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সুনির্দ্দিষ্ট কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি। ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে বারবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি মুঠোফোনে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।
আপনার মতামত লিখুন